নাটোরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১২:১৯, ১০ মার্চ ২০২৫
ফাইল ফটো
নাটোরে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ মার্চ) সকালে শহরের নবীনগর ভেদরার বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয়রা ভুট্টা ক্ষেতে ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুর রহমান বলেন, ‘‘নিহত যুবকের পরিচয় শনাক্তের কাজ চলছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/আরিফুল/রাজীব