ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজবাড়ীর প্রবীণ সাংবাদিক সানাউল্লাহ’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

রাজবাড়ী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৩, ১৪ মার্চ ২০২৫  
রাজবাড়ীর প্রবীণ সাংবাদিক সানাউল্লাহ’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

সাংবাদিক মোহাম্মদ সানাউল্লাহ

রাজবাড়ী জেলার প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সানাউল্লাহ’র দ্বিতীয় মৃত্যুবাষিকী আজ শুক্রবার (১৪ মার্চ)। এ উপলক্ষ্যে রাজবাড়ীর বড় মসজিদ এবং মরহুমের নিজ বাসভবন বিনোদপুরে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

মরহুম মোহাম্মদ সানাউল্লাহ ২০২৩ সালের ১৪ মার্চ ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাকে রাজবাড়ীর ভবানীপুর কবরস্থানে স্ত্রীর পাশে দাফন করা হয়েছে।

আরো পড়ুন:

সাংবাদিক মোহাম্মদ সানাউল্লাহ পাকিস্তান আমলে ‘পাক যমহুরিয়াত’ সাপ্তাহিক পত্রিকায় লেখালেখির মধ্য দিয়ে সাংবাদিকতা জীবন শুরু করেন। তিনি দৈনিক ‘পূর্ব পাকিস্তান’ পত্রিকায় কাজ করেন। ১৯৭১ সালে দেশ স্বাধীন হলে তিনি ‘বাংলার বাণী’ পত্রিকার মফস্বল সাংবাদিক হিসেবে কাজ করেন। এরপর ‘দৈনিক বাংলা’, ‘দৈনিক যুগান্তর’, ‘দৈনিক সমকাল’, ‘বিডি নিউজ ২৪’ ও দীর্ঘ সময় ‘বাংলাদেশ টেলিভিশন’ রাজবাড়ী জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

সাংবাদিক মোহাম্মদ সানাউল্লাহ রাজবাড়ী জেলার রেড ক্রিসেন্ট ও শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের  সঙ্গে জড়িত ছিলেন।

মোহাম্মদ সানাউল্লাহ ছাত্রজীবনে ১৯৬৬ সালে ছয় দফা ও ১৯৭১ সালে অসহযোগ আন্দোলনে যুক্ত ছিলেন। ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধে অংশ নেন।

ঢাকা/রবিউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়