ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় ৬ পুলিশ সদস্য আহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৬, ১৪ মার্চ ২০২৫   আপডেট: ১৫:৫৭, ১৪ মার্চ ২০২৫
আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় ৬ পুলিশ সদস্য আহত

গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগলে আহত হন ছয় পুলিশ সদস্য ও চালক

নারায়ণগঞ্জের আড়াইহাজারে রাতে দায়িত্ব পালনকালে সড়ক দুর্ঘটনায় ছয় পুলিশ সদস্য ও তাদের বহনকারী গাড়ির চালক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ৩টার দিকে আড়াইহাজার উপজেলার ফতেহপুর ইউনিয়নের বগাদী এলাকায় আড়াইহাজার-গোপালদী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন—উপ-পরিদর্শক (এসআই) মাহাবুব ইসলাম, কনস্টেবল সাইফুল, মোশাররফ, আল আমিন, আজিজুল ও আলামিন এবং গাড়িচালক রিয়াদ।

আহতদের উদ্ধার করে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা দেওয়া হয়। পরে গুরুতর আহত চার জনকে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নেওয়া হয়। 

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) এনায়েত হোসেন জানিয়েছেন, ৫ আগস্টের পর পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়ায় থানায় গাড়ির স্বল্পতার কারণে বাইরে থেকে রিকুইজিশন করা লেগুনা দিয়ে ডিউটি করতে হয় পুলিশ সদস্যদের। রাতে ওই গাড়িতে ছয় জন পুলিশ সদস্য ছিলেন। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগলে তারা আহত হন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করা হচ্ছে।

ঢাকা/অনিক/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়