ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চুয়াডাঙ্গায় ৬টি স্বর্ণের বারসহ যুবক আটক 

চুয়াডাঙ্গা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২১, ১৮ মার্চ ২০২৫  
চুয়াডাঙ্গায় ৬টি স্বর্ণের বারসহ যুবক আটক 

ছবি সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়ে ছয়টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। এসময় তারা রাজ রকি (৩২) নামে এক স্বর্ণ কারবারি আটক করে।

সোমবার (১৭ মার্চ) রাত সাড়ে ১০ টার দিকে মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জনানো হয়। 

আরো পড়ুন:

আটক রকি একই উপজেলার গয়েশপুর গ্রামের রেজাউল হক লিটনের ছেলে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিবি সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যা ৬টার দিকে জীবননগর থানা মোড় এলাকায় অভিযান চালিয়ে রকিকে আটক করে। পরে তাকে বিজিবি ক্যাম্পে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদ করা হলে তার শরীরে বিশেষভাবে লুকানো স্থান থেকে  টেপ দিয়ে মোড়ানো দুইটি পোটলা উদ্ধার হয়। পরে পোটলা দুইটির ভেতর থেকে ছয়টি স্বর্ণের বার জব্দ করা হয়। 

মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, জব্দকৃত স্বর্ণের বার আদালতের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।” 

ঢাকা/মামুন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়