ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফরিদপুরে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩০, ১৮ মার্চ ২০২৫   আপডেট: ১৩:৩৩, ১৮ মার্চ ২০২৫
ফরিদপুরে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

ফাইল ফটো

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় রনি শেখ (৩০) নামে এক যুবকক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে ভাঙ্গা পৌরসভার পূর্ব হাসামদিয়ার ব্র্যাক অফিসের সামনে ঘটনাটি ঘটে। 

আরো পড়ুন:

নিহত রনি শেখ ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের সরাইবাড়ী গ্রামের মোস্তফা শেখের ছেলে। তিনি মাছের আড়তে কাজ করতেন।

ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আবজাল হোসেন বলেন, “ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় রনি শেখ নিহত হয়েছেন। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কাজ শেষে রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়।”

ঢাকা/তামিম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়