ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডায়াগনস্টিক সেন্টারের বিলবোর্ডে ভেসে উঠলো ‘আ.লীগ আবার ফিরবে’

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১১, ১৮ মার্চ ২০২৫  
ডায়াগনস্টিক সেন্টারের বিলবোর্ডে ভেসে উঠলো ‘আ.লীগ আবার ফিরবে’

সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে গ্রীন লাইফ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের বিলবোর্ডে ভেসে উঠেছে ‍‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আওয়ামী লীগ আবার ফিরবে’। সোমবার (১৭ মার্চ) রাত ৮টা ৪৬ মিনিটে ঘটনাটি ঘটে।

সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বলেন, “পুলিশ বিষয়টি তদন্ত করছে। কারা ও কীভাবে এই বার্তা প্রচার করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।”

আরো পড়ুন:

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টা ৪৫ মিনিটের দিকে সাতক্ষীরার খুলনা রোড মোড়ে গ্রীন লাইফ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের  বিলবোর্ডটিতে হঠাৎ আওয়ামী লীগ ফিরে আসবে বার্তা ফুটে ওঠে। বিষয়টি দ্রুত চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সেখানে উপস্থিত হন।

এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ঢাকা/শাহীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়