ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজশাহীতে তাঁতী দলের নেতাকে কুপিয়ে আহত

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৬, ১৮ মার্চ ২০২৫  
রাজশাহীতে তাঁতী দলের নেতাকে কুপিয়ে আহত

রাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের এক নেতাকে কুপিয়ে আহত করা হয়েছে। সোমবার (১৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী নগরীর রাজপাড়া থানাধীন সিঅ্যান্ডবি মোড় এলাকায় এ হামলা হয়। সেখানে কয়েক রাউন্ড গুলিও ছোড়া হয়।

আহত ব্যক্তির নাম পাপ্পু হোসেন (৪৫)। তিনি তাঁতী দলের রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানা কমিটির সাধারণ সম্পাদক। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার রাতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। তখন পাপ্পু সিঅ্যান্ডবি মোড় থেকে সরে নদীর ধারের দিকে চলে যান। রাজশাহী কেন্দ্রীয় কারগারের প্রাচীর সংলগ্ন পদ্মাপাড় এলাকায় তাকে পেয়ে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কোপানো হয়। এ সময় সেখানে কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায় হামলাকারীরা।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানিয়েছেন, তাঁতী দলেরই দুটি গ্রুপের মধ্যে গণ্ডগোল। পাপ্পুর অবস্থা আশঙ্কাজনক। সবাই চিকিৎসা নিয়ে ব্যস্ত, তাই কেউ অভিযোগ করেনি। থানায় লিখিত অভিযোগ করা হলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/কেয়া/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়