ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শিশুকে ‘ধর্ষণচেষ্টা’, বৃদ্ধকে পুলিশে দিল এলাকাবাসী

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫০, ১৯ মার্চ ২০২৫  
শিশুকে ‘ধর্ষণচেষ্টা’, বৃদ্ধকে পুলিশে দিল এলাকাবাসী

শমসের আলী

পাবনার চাটমোহরে খেলার প্রলোভন দেখিয়ে ছয় বছর বয়সী শিশুকে ‘ধর্ষণচেষ্টার’ অভিযোগে শমসের আলী (৭০) নামে এক বৃদ্ধকে আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। এ ঘটনায় রাতেই বাদী হয়ে থানায় মামলা করেছেন শিশুটির মা।

মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নে ঘটনাটি ঘটে। 

আরো পড়ুন:

চাটমোহর থানার ওসি মঞ্জুরুল আলম বলেন, “শিশুটির মা বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্ত বৃদ্ধকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার (১৯ মার্চ) সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় প্রতিবেশী (সম্পর্কে দাদা) শমসের আলী শিশুটিকে খেলার প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে যান। এসময় বাড়িতে কেউ ছিল না। শমসের আলী শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটি চিৎকার দিলে লোকজনের ভয়ে পালিয়ে যান শমসের আলী।

শিশুটি পরে বাড়িতে গিয়ে পরিবারের সবাইকে ঘটনাটি জানায়। এলাকার লোকজন বৃদ্ধ শমসের আলীকে ধরে মারধরের পর পুলিশে সোপর্দ করে। 

ঢাকা/বাদল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়