ঢাকা     রোববার   ১৬ নভেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তেঁতুলিয়ায় পাথর ভাঙার পয়েন্ট থেকে মর্টার শেল উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৬, ১৯ মার্চ ২০২৫  
তেঁতুলিয়ায় পাথর ভাঙার পয়েন্ট থেকে মর্টার শেল উদ্ধার

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পাথর ভাঙার পয়েন্ট থেকে মরিচাধরা একটি মর্টার শেল উদ্ধার করেছে বিজিবি। 

বুধবার (১৯ মার্চ) উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের পাগলি ডাঙ্গী এলাকার আবুল কালাম আজাদের পাথর ভাঙা পয়েন্ট থেকে বস্তুটি উদ্ধার করা হয় বলে জানান পঞ্চগড় ১৮ বিজিবি’র ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম। 

আরো পড়ুন:

লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম বলেন, “মর্টার শেলটি দেখতে পেয়ে স্থানীয়রা সীমান্তের বাংলাবান্ধা বিওপিতে খবর দেন। বিজিবি সদস্যরা ঘটনাস্থলে যান। প্রাথমিকভাবে নিরাপত্তা বেষ্টনিতে মর্টার শেলটি রেখে পুলিশকে খবর দেওয়া হয়। বর্তমানে পুলিশ ঘটনাস্থল গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।”

বাংলাবান্ধা বিওপির ক্যাম্প কমান্ডার আব্দুর রহমান বলেন, “ধারণা করা হচ্ছে, এটি ১০ বছর বা তার আগের। মরিচা ধরার কারণে তৈরির সঠিক তারিখ বা তথ্য জানা যায়নি। আমদানি করা ভিনদেশী পাথর বোঝাই ট্রাকের সঙ্গে মর্টার শেলটি এসেছে। এমনও হতে পারে, ভারত বা ভুটানের বাহিনীর সদস্যরা প্রশিক্ষণের সময় পাহাড় কিংবা প্রশিক্ষণ এলাকায় বিস্ফোরকগুলো ব্যবহার করেছে। সে সময় হয়তো এই মর্টার শেলটি বিস্ফোরণ না হয়ে পাহাড় কিংবা পানিতে পড়ে যায় এবং মরিচা পড়ে। অনেক বিস্ফোরক আছে যেগুলো প্রশিক্ষণের সময় বিস্ফোরণ হয় আবার কিছুগুলো হয় না।” 

তিনি আরো বলেন, “যেহেতু, বাংলাদেশের অভ্যন্তরে সীমান্ত এলাকায় মর্টার শেলটি পাওয়া গেছে, তাই পরবর্তী ব্যবস্থা নিতে পুলিশকে খবর দেওয়া হয়েছে।”

তেঁতুলিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মালেক বলেন, “বিজিবির মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিক রিপোর্ট তৈরি করে বিষয়টি আদালতকে জানানো হবে। আদালতের পরবর্তী নির্দেশে সেনাবাহিনীর বোম ডিসপোজাল টিমকে জানানো হবে। এই প্রক্রিয়া পর্যন্ত মর্টর শেলটি ওই পাথর সাইডে নিরাপত্তা বেষ্টনীতে রাখা হবে। আশা করি, দ্রুত মর্টার শেলটি নিষ্ক্রিয় করা হবে।”

ঢাকা/নাঈম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়