ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডিজির অপসারণ দাবিতে বিক্ষোভে বিনায় স্থবিরতা

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪২, ২০ মার্চ ২০২৫   আপডেট: ১৮:৫৪, ২০ মার্চ ২০২৫
ডিজির অপসারণ দাবিতে বিক্ষোভে বিনায় স্থবিরতা

বিনার মহাপরিচালক ড. আবুল কালাম আজাদ

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) মহাপরিচালক (ডিজি) ড. আবুল কালাম আজাদের কক্ষে তালা ঝুলিয়ে টানা পঞ্চম দিনের মতো বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রতিষ্ঠানটির একদল বিজ্ঞানী, কর্মকর্তা-কর্মচারী। তাদের সঙ্গে যোগ দিয়েছেন এলাকাবাসীও। এ নিয়ে প্রতিষ্ঠানের ভেতরে-বাইরে অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আন্দোলনকারীরা মহাপরিচালকের অপসারণ দাবি করে তার বিতর্কিত কর্মকাণ্ডের তদন্ত দাবি করেন।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে ময়মনসিংহে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট ভবনে টানা পঞ্চম দিনের মতো এই বিক্ষোভ ও মিছিল করে আন্দোলনকারীরা।

এতে বক্তব্য রাখেন, বিনার প্রকল্প পরিচালক মাহবুবুল আলম তরফদার, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা রেজা মোহাম্মদ ইমন, কৃষিবিদ মো. আব্দুর রশিদ, মোহাম্মদ ফরহাদ হোসেন, কর্মচারী নেতা মোহাম্মদ দীপু প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, গত বছরের ৪ আগস্ট ছাত্র-জনতার বিপক্ষে লাঠি মিছিলে নেতৃত্ব দিয়েছেন ডিজি। পরিবর্তিত পটভূমিতেও ২৭ ছাত্রলীগ নেতার পদোন্নতি চূড়ান্ত করেছেন। বঞ্চিত ব্যক্তিদের জ্যেষ্ঠতা প্রদানে পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত বাস্তবায়নে গড়িমসি করা হচ্ছে। এছাড়াও পালিয়ে অফিস করাসহ ডিজির বিরুদ্ধে নানা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তার এ সব কারণে প্রতিষ্ঠানটিতে অস্থিরতার সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে ফ্যাসিস্টের দোসর এই ডিজির পদত্যাগ দাবি করেন। অন্যথায় তাদের আন্দোলন চলবে বলে জানান তারা। 

আন্দোলনে দেশের একমাত্র এই কৃষি গবেষণা প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে বলে জানিয়েছেন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. হাবিবুর রহমান।

তিনি জানান, বঞ্চিতদের আন্দোলনের স্থবির হয়ে পড়েছে প্রতিষ্ঠানটি প্রশাসনিক কর্মকাণ্ড। আটকে আছে বেতন-ভাতা ও বিল-ভাইচার এবং ট্যুর বিল। এছাড়াও মন্ত্রণালয়ের একটি অডিট রিপোর্ট আটকা পড়েছে।

তিনি আরো জানান, বেশ অনেক দিন ধরে ডিজি মহোদয় অফিস করছেন না। তার কক্ষে তালা দিয়েছে আন্দোলনকারীরা। প্রতিদিন তারা দাবি আদায়ে বিক্ষোভ মিছিল করছে। এ সব কারণে এই স্থবিরতার সৃষ্টি হয়েছে।

একই ধরনের মন্তব্য করেছেন বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা ফরহাদ হোসেনসহ একাধিক কর্মকর্তা। তারা বলেন, বিগত সরকারের সময়ে একটি সিন্ডিকেটের নিয়ন্ত্রণে ডিজি পদে নিযুক্ত হন ড. আবুল কালাম আজাদ। ফলে দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে নিয়মিত অফিস না করে ঢাকায় ব্যস্ত থাকেন তিনি। এরই মাঝে বঞ্চিতদের আন্দোলনের কারণে ডিজি এখন আর অফিসেই আসেন না। ফলে প্রতিষ্ঠানটির সকল ধরনের কর্মকাণ্ডে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

এ সব বিষয়ে বক্তব্য জানতে মহাপরিচালক ড. আবুল কালাম আজাদের কক্ষে গিয়ে তাকে পাওয়া যায়নি। মুঠোফোনে কল করলেও তা বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে মহাপরিচালকের একান্ত সচিব (পিএস) ও বৈজ্ঞানিক কর্মকর্তা মো. শাহ আব্দুল্লাহ আল মামুন জানান, আন্দোলনকারীরা স্যারের (ডিজির) কক্ষে তালা দিয়ে রেখেছে। তিনি অন্য রুমে বসে কাজ করছেন।
 

ঢাকা/মিলন/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়