ঢাকা     সোমবার   ১০ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অনুপ্রবেশের অভিযোগে শিশুসহ ৩ বাংলাদেশি আটক

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৭, ২০ মার্চ ২০২৫   আপডেট: ২২:২৮, ২০ মার্চ ২০২৫
অনুপ্রবেশের অভিযোগে শিশুসহ ৩ বাংলাদেশি আটক

পঞ্চগড়ের বোদা উপজেলার মালকাডাঙ্গা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে বিজিবি।

পঞ্চগড়ের সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে এক শিশুসহ একই পরিবারের তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। 

বুধবার (১৯ মার্চ) গভীর রাতে নীলফামারী ৫৬ বিজিবি ব্যটালিয়নের আওতাধীন পঞ্চগড়ের বোদা উপজেলার মালকাডাঙ্গা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে বিজিবি। 

আটকরা হলেন- বোদা উপজেলার নন্দপাড়া নয়াদিঘী গ্রামের পরিতোষ কুমার (২৭), তার স্ত্রী রাধিকা রানী (২৪) ও তিন বছরের মেয়ে বৈষ্ণবী রানী।

বিজিবি জানায়, বোদা উপজেলার মালকাডাঙ্গা সীমান্তের মেইন পিলার ৭৭৪ এর ৪নং সাব পিলার এলাকার বাংলাদেশের অভ্যন্তরে রাতের আঁধারে তারা ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ করেন। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, আড়াই মাস আগে দালাল চক্রের মাধ্যমে তারা অবৈধভাবে ভারতে ঢুকেছিলেন। ২০ হাজার টাকার চুক্তিতে দালাল চক্রের মাধ্যমেই আবার তারা বাংলাদেশে প্রবেশ করেন। 

তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, ভারতীয় দুই হাজার ৩০০ রুপি, বাংলাদেশি নগদ ২৭৮ টাকা উদ্ধার করা হয়। এসময় দালাল চক্রের দুইন সদস্য পালিয়ে যায়।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, “এক শিশুসহ আটক দুই জনকে থানায় হস্তান্তর করেছে বিজিবি। দুই জনের বিরুদ্ধে মামলা হয়েছে।”

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, “পরিতোষ কুমার ও তার স্ত্রী রাধিকা রানীকে বোদা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। শিশুটিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের অন্য সদস্যদের কাছে দেওয়া হয়েছে। এছাড়া দালাল চক্রের পালিয়ে যাওয়া দুই জনকে আটকের চেষ্টা চলছে।”

ঢাকা/নাঈম/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়