ঢাকা     শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ৫ ১৪৩২

রাজশাহীতে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪২, ২১ মার্চ ২০২৫  
রাজশাহীতে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

রাজশাহীর বেলপুর থানার জামিরা পশ্চিমপাড়া গ্রাম থেকে ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার নাম মো. তুষার (২৪)। 

জেলার বাঘা উপজেলার হাবাসপুর গ্রামে তার বাড়ি। বৃহস্পতিবার (২০ মার্চ) দিবাগত মধ্যরাতে র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়।

শুক্রবার (২১ মার্চ) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গত ১৪ মার্চ তুষার এলাকার এক নারীর বাড়িতে গিয়ে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে। এ অভিযোগে ওই নারী গত ১৮ মার্চ বাঘা থানায় একটি মামলা করেন। মামলার পর থেকেই পলাতক ছিলেন আসামি তুষার।

র‌্যাব আরো জানায়, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তুষার ধর্ষণের কথা স্বীকার করেছেন। তুষারকে বাঘা থানায় সোপর্দ করা হয়েছে। পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠাবে।

কেয়া/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়