ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টাঙ্গাইলে অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ২

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৩, ২৩ মার্চ ২০২৫   আপডেট: ১৮:৪৪, ২৩ মার্চ ২০২৫
টাঙ্গাইলে অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ২

টাঙ্গাইলের কালিহাতীতে অটোরিকশায় বাসের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এক জন। রবিবার (২৩ মার্চ) ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাথাইলকান্দি ২ নম্বর ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কালিহাতী উপজেলার ভাবলা এলাকার মৃত ছাকু মন্ডলের ছেলে অটোরিকশাচালক হাসেন (৫৫) ও একই এলাকার লাল মিয়ার ছেলে সবুজ (১১)।

আরো পড়ুন:

প্রত্যক্ষদর্শীরা জানান, এলেঙ্গা হতে ব্যাটারিচালিত একটি অটোরিকশাটি ভাবলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই হাসেন নিহত হন। আহত হন দুই জন। তাদের উদ্ধার করে টাঙ্গাইল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে সবুজকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান বলেন, ‘‘ঘাতক বাসটি আটক করা যায়নি। তবে, শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’’

ঢাকা/কাওছার/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়