ঢাকা     শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে

নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৫, ২৩ মার্চ ২০২৫   আপডেট: ২২:১০, ২৩ মার্চ ২০২৫
প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে

আল-আমিন। ফাইল ফটো

যশোরের শার্শায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় আল-আমিন (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৩ মার্চ) দুপুরে আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আল-আমিন উপজেলার লক্ষণপুর গ্রামের মৃত সলেমান মন্ডলের ছেলে।

মামলার এজাহারে ভুক্তভোগীর শ্বশুর উল্লেখ করেছেন, তার ছেলে বিদেশ থাকেন। আল-আমিন তার ছেলের বন্ধু। এই সুবাদে ভুক্তভোগী গৃহবধূর কাছ থেকে ২০ হাজার টাকা ধার নেন আল-আমিন। গত ১৯ মার্চ ধারের টাকা ফেরত দিতে গিয়ে ওই গৃহবধূকে ধর্ষণ করেন তিনি।

মামলার তদন্ত কর্মকর্তা গোড়াপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) শেখ আশরাফুল আলম বলেন, ‘‘প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আসামিকে আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সেই সঙ্গে ভুক্তভোগীকে আদালতে তোলা হয়। তিনি বিচারকের কাছে জবানবন্দি দিয়েছেন।’’

ঢাকা/রিটন/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়