ঢাকা     রোববার   ০৭ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৫, ২৪ মার্চ ২০২৫   আপডেট: ১৯:২৭, ২৪ মার্চ ২০২৫
শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

পাবনার ফরিদপুরে শিশু ধর্ষণ মামলায় নাজমুল হোসেন (২৯) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৪ মার্চ) দুপুরে পাবনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত নাজমুল হোসেন উপজেলা সদরের খলিশাদহ গ্রামের মৃত আব্দুল লতিফ ওরফে লেদুর ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ২ এপ্রিল ৬ষ্ঠ শ্রেণি পড়ুয়া ওই শিক্ষার্থীকে অজ্ঞাত এক ব্যক্তি ধর্ষণ করেন। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা তথ্যপ্রযুক্তির সহায়তায় নাজমুল হোসেনকে শনাক্ত করে ঘটনার চার দিন পর সিরাজগঞ্জ জেলা সদর থেকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।

রাষ্টপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাজমুল হাসার শাহীন বলেন, ‘‘এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা এই রায়ে খুশি।’’

তবে, অসন্তুষ্টি প্রকাশ করেছেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ রেন্টু। তিনি বলেন, ‘‘আমার মক্কেল ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন। আমরা উচ্চ আদালতে আপিল করব।’’

ঢাকা/শাহীন/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়