ঢাকা     শনিবার   ০৮ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গোপালগঞ্জে জুলাই অভ্যুত্থানে আহত ১২ জনের হেলথ কার্ড প্রদান

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৮, ২৫ মার্চ ২০২৫  
গোপালগঞ্জে জুলাই অভ্যুত্থানে আহত ১২ জনের হেলথ কার্ড প্রদান

গণঅভ্যুন্থানে আহতদের মধ্যে হেলথ কার্ড বিতরণ করেন জেলা প্রশাসক

গোপালগঞ্জে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের মধ্যে ১২ জনের হেলথ কার্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (২৫ মার্চ) বিকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে এ হেলথ কার্ড বিতরণ করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।

এ সময় পুলিশ সুপার মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুক, গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতেশ বিশ্বাস, গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক প্রেমানন্দ মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:

গোপালগঞ্জ জেলায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত মোট ১৯ জন তালিকাভুক্ত রয়েছে। এর মধ্যে ১২ জনকে হেলথ কার্ড বিতরণ করা হয়েছে।

জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, এ কার্ড দিয়ে তারা দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবা নিতে পারবেন। বাকি সাতজনকে দ্রুত হেলথ কার্ড দেওয়া হবে।

ঢাকা/বাদল/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়