ঢাকা     মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘তুই’ বলায় যুবককে কুপিয়ে হত্যা 

ময়মনসিংহ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৩, ২৭ মার্চ ২০২৫   আপডেট: ১০:৩১, ২৭ মার্চ ২০২৫
‘তুই’ বলায় যুবককে কুপিয়ে হত্যা 

সিনিয়রকে ‘তুই’ সম্বোধন করায় ময়মনসিংহে মো. সজিব (২০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। 

বুধবার (২৬ মার্চ) রাত পৌনে ১১টার দিকে হামিদ উদ্দিন রোডে এ ঘটনা ঘটে।  

নিহত সজিব হামিদ উদ্দিন রোডের আবুল কামাল আজাদের ছেলে। 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, এলাকায় সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে খুন হয়েছে সজিব। 

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে হামিদ উদ্দিন রোডের শফিক মিয়ার ছেলে মন্টি এবং সজিবসহ বেশ কয়েকজন আড্ডা দিচ্ছিল। এসময় সজিব, মন্টিকে ‘তুই’ সম্বোধন করে। এ নিয়ে দুই জনের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে মন্টি দোকান থেকে সুপারি কাটার যাঁতি এনে সজিবকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রয়েছে। 

ওসি আরো জানান, ঘটনার পরপরই অভিযুক্ত মন্টি গা ঢাকা দিয়েছে। তাকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।

ঢাকা/মিলন/ইভা

সর্বশেষ

পাঠকপ্রিয়