ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আবু সাঈদ হত্যার সঠিক বিচারে সচেষ্ট হতে হবে: প্রধান বিচারপতি

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৩, ৬ এপ্রিল ২০২৫   আপডেট: ২০:৩৪, ৬ এপ্রিল ২০২৫
আবু সাঈদ হত্যার সঠিক বিচারে সচেষ্ট হতে হবে: প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আবু সাঈদ হত্যার ঘটনাস্থল পরিদর্শন করেন

আবু সাইদ হত্যার সবকটি মামলা যাতে সঠিক বিচারিক প্রক্রিয়ায় সমাধানে পৌঁছায়, সেদিকে সকলকে সচেষ্ট হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। 

রবিবার (৬ এপ্রিল) বিকেলে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আবু সাঈদ হত্যার ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত হন। 

আরো পড়ুন:

এ সময় প্রধান বিচারপতি বলেন, ‘‘ষাটের দশকে ডা. শামসুজ্জোহা যেমন স্বাধীনতার প্রতীক হয়ে দাঁড়িয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, বহু বছর পরে সেটারই পুনরাবৃত্তি ঘটেছে জুলাই ২৪ এ আবু সাঈদের সুপ্রিম সেক্রিফাইসের (ত্যাগের) মাধ্যমে। যে কারণে আবু সাঈদকে শ্রদ্ধার সঙ্গে বাঙালি জাতি স্মরণ করবে।’’

এ সময় প্রধান বিচারপতি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শওকাত আলীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এর আগে তিনি রংপুর আদালত পরিদর্শন করেন। 

ঢাকা/আমিরুল/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়