ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নাটোরে শিলাবৃষ্টি, ফল ও ফসলের ক্ষতি

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৪, ৬ এপ্রিল ২০২৫  
নাটোরে শিলাবৃষ্টি, ফল ও ফসলের ক্ষতি

নাটোরে শিলাসহ বৃষ্টি হয়

নাটোরের বিভিন্ন উপজেলায় শিলাসহ বৃষ্টি হয়েছে। এ সময় আম, লিচু, কলা, পিঁয়াজ, রসুন, গম, ভূট্টাসহ রবিশস্যের ক্ষতি হয়েছে। বেশ কিছু কাঁচা ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

রবিবার (৬ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে সদর, বাগাতিপাড়া, লালপুর, নলডাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে শিলাসহ বৃষ্টি শুরু হয়। কোথাও কোথাও বৃষ্টির চেয়ে শিলার মাত্রা বেশি দেখা যায়। এতে আম ও লিচুর কুড়ি ঝরে গেছে। গম, ভুট্টা, পিঁয়াজ, রসুন ও কলার ক্ষতি হয়েছে।

আরো পড়ুন:

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হাবিবুর রহমান তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানাতে পারেনি। শিলাসহ বৃষ্টির কারণে বিভিন্ন এলাকার কাঁচা ঘর, টিনের চালা ক্ষতিগ্রস্ত হয়েছে।
 

ঢাকা/আরিফুল/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়