ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আরসা প্রধান আতাউল্লাহ জুনুনিকে জেল হাজতে প্রেরণ

বান্দরবান প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১১, ৭ এপ্রিল ২০২৫  
আরসা প্রধান আতাউল্লাহ জুনুনিকে জেল হাজতে প্রেরণ

আরসা প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনিকে সোমবার দুপুরে বান্দরবানের দুইটি আদালতে হাজির করা হয়

মিয়ানমারভিত্তিক রোহিঙ্গা বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনিকে জেল হাজতে পাঠানো হয়েছে। সোমবার (৭ এপ্রিল) দুপুরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বান্দরবানের দুইটি আদালত।

এর আগে, আরসা প্রধানকে প্রথমে বান্দরবানের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত এবং পরে বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এসময় আদালত প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।

আরো পড়ুন:

রাষ্ট্র পক্ষের আইনজীবী আলমগীর চৌধুরী বলেন, “নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে ২০২২ সালে ১৪ নভেম্বর যৌথ বাহিনীর মাদক বিরোধী অভিযানে ডিজিএফআই সদস্যকে হত্যা ও অস্ত্র আইনের মামলায় আরসা প্রধানকে গ্রেপ্তার দেখিয়ে আজ বান্দরবানের আদালতে হাজির করা হয়।”

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পুলিশ পরিদর্শক মোহাম্মদ রেজাউল করিম মজুমদার বলেন, “নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে মাদক বিরোধী ও ডিজিএফআই সদস্য হত্যা মামলায় তিনি (আতাউল্লাহ আবু আম্মার জুনুনি) পলাতক ছিলেন। আজ তাকে অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতে হাজির করা হয়েছিল। আরেকটি মামলায় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় আতাউল্লাহ আবু আম্মার জুনুনিকে। উভয় আদালত তাকে কারগারে পাঠানোর আদেশ দিয়েছেন।”

গত ১৮ মার্চ নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আতাউল্লাহ আবু আম্মার জুনুনিকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে মাদকবিরোধী অভিযানে ডিজিএফআই কর্মকর্তা স্কোয়াড্রন লিডার রিজওয়ান রুশদী হত্যাকাণ্ড ও র‌্যাবের এক সদস্যকে আহত করার দুটি মামলা রয়েছে।

ঢাকা/চাইমং/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়