ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জামিন: জেল গেটে হামলার শিকার সাবেক এমপি আব্দুল আজিজ

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৭, ৯ এপ্রিল ২০২৫   আপডেট: ০৯:৫৮, ৯ এপ্রিল ২০২৫
জামিন: জেল গেটে হামলার শিকার সাবেক এমপি আব্দুল আজিজ

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুল আজিজ জামিনে মুক্তির পর জেলে গেটে হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে। এই ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আরো পড়ুন:

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একদল ব্যক্তি তাকে জোরপূর্বক গাড়িতে তোলার চেষ্টা করেন। সে সময় সিরাজগঞ্জের সেনা ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে হামলাকারীদের হাত থেকে রক্ষা করেন। ফেসবুকে ছড়িয়ে পড়া ২৬ সেকেন্ডের ভিডিওতে একই দৃশ্য দেখা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক সংসদ সদস্য আবদুল আজিজ ছাড়া পেয়েছেন, এমন খবরে একদল লোক সিরাজগঞ্জ জেলা কারাগারের সামনে জড়ো হন। আবদুল আজিজ জেলা কারাগার থেকে বের হলে সবাই তাকে ঘিরে ধরেন। একপর্যায়ে টেনে-হিঁচড়ে হেনস্তা ও মারধর করা হয়। জোরপূর্বক গাড়িতে তোলার চেষ্টা করা হয়।

সিরাজগঞ্জ জেলা কারা সুপার কামরুল হুদা বলেন, ‘‘দুদিন আগে হাইকোর্ট থেকে আবদুল আজিজের জামিন মঞ্জুর হয়েছে। মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে সেই আদেশ আমাদের কাছে আসে। আদেশ হাতে পাওয়ার পর সেটি পরীক্ষা–নিরীক্ষা করতে কিছুটা সময় লাগে। রাত ৮টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়।’’

সিরাজগঞ্জ আর্মি ক্যাম্প অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ বলেন, ‘‘বিষয়টি সম্পর্কে সেনাবাহিনী অবগত ছিল না। খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল দ্রুত তাকে (সাবেক সংসদ সদস্য) পুলিশের কাছে সোপর্দ করতে উদ্যোগ নেয়।’’

সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, ‘‘বর্তমানে আবদুল আজিজ সদর থানায় পুলিশ হেফাজতে রয়েছেন।’’

উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি রাজধানীর বাংলা মোটর এলাকার পদ্মা জেনারেল হাসপাতাল থেকে ডা. আজিজকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে তাকে ২০২৩ সালের ১১ সেপ্টেম্বর তাড়াশ থানায় ইউনিয়ন বিএনপির এক নেতার দায়ের করা ‘হত্যাচেষ্টা’ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এ মামলায় আজিজসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৯৯ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

ঢাকা/রাসেল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়