ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সংস্কার ছাড়া নির্বাচন হলে সেটি হবে প্রহসনের: ফয়জুল করীম

চাঁদপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৫, ১০ এপ্রিল ২০২৫   আপডেট: ২২:০২, ১০ এপ্রিল ২০২৫
সংস্কার ছাড়া নির্বাচন হলে সেটি হবে প্রহসনের: ফয়জুল করীম

ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, একটি দল শুধু ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। সংস্কার ছাড়া যদি নির্বাচন হয়, সেটি নির্বাচন হবে না, সেই নির্বাচন হবে প্রহসনের নির্বাচন, প্রশ্নবিদ্ধ নির্বাচন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে চাঁদপুর সদর উপজেলার ইসলামী যুব আন্দোলনের সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।

মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম এ সময় সংস্কারের দাবি জানিয়ে বলেন, সংস্কার ব্যতিত যদি নির্বাচন হয়, সেই নির্বাচন হবে ডাকাতি-জুলুম ও দখলধারীর নির্বাচন। আমরা চাই সংস্কার, তারপর নির্বাচন।

তিনি আরো বলেন, জুলাই আন্দোলনে মানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে জীবন দিয়েছিল, তা ভেস্তে গেছে। আবারো জুলুম, অত্যাচার, চাঁদাবাজি শুরু হয়েছে।

পহেলা বৈশাখ প্রসঙ্গে তিনি বলেন, পহেলা বৈশাখে ঢোল-তবলা ও পেঁচার ছবি দিয়ে যে মিছিল হয়, তা বাংলাদেশের সংস্কৃতি নয়। এটি পাশের দেশের স্ক্রিপ্টের সংস্কৃতি, যেটা বাংলাদেশের জনগণ মানতে পারে না। এই অপসংস্কৃতি চাই না।

বক্তৃতা শেষে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির সদর উপজেলা ইসলামী যুব আন্দোলনের নতুন কমিটির নাম ঘোষণা ও শপথবাক্য পাঠ করান।

সদর উপজেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি শেখ মুহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুহাম্মদ জয়নাল আবেদীনসহ নেতা-কর্মীরা।

ঢাকা/অমরেশ/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়