ভাগ্নের সঙ্গে হাতাহাতি, হাসপাতালে মামার মৃত্যু
রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
রাজশাহীতে জমি নিয়ে বিরোধের জেরে ভাগ্নের সঙ্গে হাতাহাতির পর সুরুজ আলীর (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ভাগ্নে পলাতক।
শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটনাটি ঘটে বলে জানান রাজপাড়া থানার ওসি আশরাফুল ইসলাম।
মারা যাওয়া সুরুজ আলী রাজশাহী নগরের বিলশিমলা এলাকার বাসিন্দা। তিনি পেশায় মাইক্রোবাসচালক ছিলেন।
জানা গেছে, আজ সুরুজ আলীর সঙ্গে তার ভাগ্নের জমি নিয়ে বিরোধে হাতাহাতি হয়। পরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে সুরুজ আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আশরাফুল ইসলাম বলেন, “ঘটনাটি কিছুক্ষণ আগে জানতে পেরেছি। যতদূর শুনেছি, ভাগ্নের সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে হাতাহাতির পর সুরুজ আলী অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
তিনি আরো বলেন, “ঘটনার পর অভিযুক্ত ভাগ্নে পালিয়ে গেছেন। ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/কেয়া/মাসুদ