ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রাইভেট পড়ে বাড়ি ফেরা হলো না তাসিনের

ফেনী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২২, ১২ এপ্রিল ২০২৫  
প্রাইভেট পড়ে বাড়ি ফেরা হলো না তাসিনের

ফাইল ফটো

ফেনীর ফুলগাজীতে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে বাসচাপায় তাসিন উদ্দিন (১৫) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (১২ এপ্রিল) সকাল ১০টার দিকে ফেনী-পরশুরাম সড়কের ফুলগাজীর কলাবাগান এলাকায় মারা যায় সে।

আরো পড়ুন:

মারা যাওয়া তাসিন ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। ফেনী সদর ইউনিয়নের বাশুড়া গ্রামের প্রবাসী জাফর মিয়ার ছেলে সে। পড়ালেখার সুবিধার্থে তাসিন কিসমত বিজয়পুরে মামার বাড়িতে থাকত।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল ১০টার দিকে প্রাইভেট পড়ে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল তাসিন। পরশুরাম থেকে ফেনীগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ফুলগাজী থানার ওসি মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, ‍“আমরা ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করেছি। বর্তমানে বিষয়টি তদন্তাধীন রয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

ঢাকা/সাহাব/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়