ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাইবান্ধার শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামের নাম পরিবর্তন

গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২০, ১২ এপ্রিল ২০২৫  
গাইবান্ধার শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামের নাম পরিবর্তন

গাইবান্ধার ‘শাহ আব্দুল হামিদ স্টেডিয়াম’ এর নাম পরিবর্তন করা হয়েছে। এই স্টেডিয়ামের নতুন নাম রাখা হয়েছে ‘জেলা স্টেডিয়াম, গাইবান্ধা’। 

শনিবার (১২ এপ্রিল) এতথ্য নিশ্চিত করেন গাইবান্ধা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এ.কে.এম হেদায়েতুল ইসলাম। 

তিনি জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন জাতীয় ক্রীড়া পরিষদ থেকে গত ২৩ মার্চ প্রকাশিত এক পরিপত্রের মাধ্যমে এই নতুন নামকরণ চূড়ান্ত করা হয়।

স্থানীয় প্রশাসন জানায়, খুব শিগগিরই অনুষ্ঠানের মাধ্যমে স্টেডিয়ামের নতুন নামফলক উন্মোচন করা হবে।

৫০-এর দশকে তৎকালীন মহকুমা প্রশাসক হেলাল উদ্দিন আহমেদ চৌধুরী গাইবান্ধা শহরের দক্ষিণে রেললাইনের পার্শ্বে বিনোদনের জন্য একটি পার্ক এবং কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠ প্রতিষ্ঠার উদ্যোগ নেন। এজন্য পাঁচ একর জমি অধিগ্রহণ করা হয়। ১৯৫৭ সালে এই জমির পূর্বপাশে একটি পুকুর খুঁড়ে সেই মাটি দিয়ে নিচু জায়গা ভরাট করে ঈদগাঁহ মাঠ নির্মাণ করা হয়।

পুকুরের চারপাশের পাড় মাটি দিয়ে বেঁধে পুকুরের উত্তর পার্শ্বে একটি শান বাঁধানো ঘাটও নির্মিত হয়। সম্পূর্ণ কমপ্লেক্সটির নাম মহকুমা প্রশাসকের নামানুসারে হেলাল পার্ক রাখা হয়। 

বর্তমান স্টেডিয়ামের স্থানটি সেই ঈদগাঁহ মাঠ হিসেবে দুই ঈদের নামাজ এবং অন্য সময়ে খেলার মাঠ হিসেবে ব্যবহার করা হতো। ২০০৯ সালে গ্যালারি ও প্যাভিলিয়ন  নির্মাণের মাধ্যমে স্টেডিয়ামটির আধুনিকায়নের কাজ শুরু হয়। একই বছর, জাতীয় ক্রীড়া পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী গাইবান্ধার কৃতী সন্তান ও বাংলাদেশ গণপরিষদের প্রথম স্পিকার শাহ আব্দুল হামিদের নামে স্টেডিয়ামটির নামকরণ করা হয়।

ঢাকা/মাসুম/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়