ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ধর্ষণে ব্যর্থ হয়ে অন্তঃসত্ত্বা নারীকে মারধরের অভিযোগ

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৮, ১৩ এপ্রিল ২০২৫   আপডেট: ১৯:৩০, ১৩ এপ্রিল ২০২৫
ধর্ষণে ব্যর্থ হয়ে অন্তঃসত্ত্বা নারীকে মারধরের অভিযোগ

হাসপাতালে চিকিৎসাধীন আহত গৃহবধূ

পটুয়াখালীর মহিপুরে ধর্ষণে ব্যর্থ হয়ে চার সন্তানের জননী অন্তঃসত্ত্বা এক নারীকে (৩০) মারধর করার অভিযোগ উঠেছে প্রতিবেশি সেলিম খাঁ (৩৫) নামের এক যুবকের বিরুদ্ধে। 

ওই নারীকে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়। আঘাতে ওই নারীর ডান চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে ওই নারী হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন।

আরো পড়ুন:

কাঁদতে কাঁদতে ওই নারী জানান, বিপিনপুর গ্রামের ওই নারীর স্বামী একটি মামলায় দুই মাস যাবৎ জেলে রয়েছেন। চার সন্তানকে নিয়ে তিনি মৎস্য শ্রমিক হিসেবে জীবিকা নির্বাহ করে আসছেন। তার স্বামী জেলে যাওয়ার পর থেকেই সেলিম খাঁ তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। গত শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে সেলিম ধর্ষণের উদ্দেশ্যে তার ঘরে যায়। এসময় সে বাধা দিলে তাকে বেধড়ক মারধর করে। তাৎক্ষণিক প্রতিবেশিরা এগিয়ে গেলে দৌড়ে পালিয়ে যায় সেলিম। পরে স্থানীয়রা অজ্ঞান অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করে।

অভিযুক্ত সেলিম খাঁ বলেন, “আমার বিরুদ্ধে আনিত ধর্ষণ চেষ্টার অভিযোগ একেবারে মিথ্যা। গত শুক্রবার আমার সন্তানদের খেলাধুলা নিয়া তার সঙ্গে হাতাহাতি হয়েছে।”

মহিপুর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, “লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঢাকা/ইমরান/এস

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়