বিকল হওয়া ট্রাকে অপর ট্রাকের ধাক্কা, নিহত ২
নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম
দুর্ঘটনা কবলিত ট্রাক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিকল ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।
বুধবার (১৬ এপ্রিল) সকালে সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল এলাকার রিনালয় সিএনজি পাম্পের সামনের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঘটনাটি ঘটে। এ ঘটনায় একজন আহত হয়েছেন।
নিহত দুইজন হলেন- শরীয়তপুর জেলার সদর থানার রুদ্রকর এলাকার মো. সুলতান ঢালী (৫০) এবং একই জেলার ফজলু মাদবরের ছেলে মো. সুমন মিয়া (৪৪)। তারা দুইজনই ট্রাক চালক।
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (টিআই) আবু নাঈম সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন ।
হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকাল ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শিমরাইল এলাকার রিনালয় সিএনজি পাম্পের সামনে চট্টগ্রামগামী একটি ট্রাক বিকল হয়। একটি বড় লরির সাহায্যে বিকল হওয়া ট্রাকটি চেইন দিয়ে বাঁধা হচ্ছিল। এসময় চট্টগ্রামগামী আলুবাহী অপর একটি ট্রাক বিকল হওয়া ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এ ঘটনায় বিকল হওয়া ট্রাক এবং ট্রাকটি উদ্ধারে আসা লরির চালক নিহত হন। পরে হাইওয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠায়।
ঢাকা/অনিক/মাসুদ
ঢাকা/অনিক/মাসুদ