বিরামপুরে মোটরসাইকেলে পিক-আপের ধাক্কা, এসএসসি পরীক্ষার্থী নিহত
দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৩:২৩, ২০ এপ্রিল ২০২৫
বিরামপুর থানা (ফাইল ফটো)
দিনাজপুরের বিরামপুরে পিক-আপের ধাক্কায় হাসান (১৬) নামে মোটরসাইকেল আরোহী এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।
রবিবার (২০ এপ্রিল) সকাল ১০ টায় বিরামপুর পৌর এলাকার পল্লবী মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত হাসান বিরামপুর থানা পাড়া এলাকার নিয়ামত হকের ছেলে।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ মমতাজুল হক জানান, সকাল ১০ টার দিকে পৌর শহরের পল্লবী সিনেমা হল মোড়ে মোটরসাইকেলটিকে পিছন থেকে মাছবাহী পিক-আপ ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলের পিছনে থাকা হাসান ছিটকে পড়ে যায় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। হাসান একজন এসএসসি পরীক্ষার্থী।
ঢাকা/মোসলেম/টিপু