ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাসপাতাল চালুর দাবিতে সুনামগঞ্জে মেডিকেল শিক্ষার্থীদের সড়ক অবরোধ

সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৮, ২০ এপ্রিল ২০২৫  
হাসপাতাল চালুর দাবিতে সুনামগঞ্জে মেডিকেল শিক্ষার্থীদের সড়ক অবরোধ

রবিবার সকালে সিলেট- সুনামগঞ্জ মহাসড়কের মদনপুর এলাকা অবরোধ করেন সুনামগঞ্জ মেডিকেলের শিক্ষার্থীরা

সুনামগঞ্জ মেডিকেল কলেজে দ্রুত হাসপাতাল কর্যক্রম চালু এবং ক্লিনিক্যাল ক্লাস (হাতে-কলমে শিক্ষা) নিশ্চিত করাসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

রবিবার (২০ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সিলেট- সুনামগঞ্জ মহাসড়কের মদনপুর এলাকা অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। এ কারণে মহাসড়কে যানজট দেখা দেয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গিয়ে শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দেন।

আরো পড়ুন:

গত ১৫ এপ্রিল অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করে মানববন্ধন ও পরের দিন ১৬ এপ্রিল সড়ক অবরোধ করেন শিক্ষার্থীদের। তারা ওই দিন সাড়ে তিন ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। পর প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নিলেও ক্লাস বর্জন ও কর্মসূচি অব্যাহত রাখেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনরত এক শিক্ষার্থীরা জানান, ক্লিনিক্যাল ক্লাস ও হাসপাতাল চালুতে কার্যকরী পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। এ কারণে আজ রবিবার সড়ক অবরোধ করতে বাধ্য হন তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়া হবে বলেও জানান তিনি।

সুমানগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোস্তাক আহমেদ ভূইয়া বলেন, ‍“ছাত্ররা আজ মানববন্ধন করেছে। এক পর্যায়ে তারা সড়ক অবরোধ করে। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে তাদেরকে সরিয়ে দেয়।” 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমাদের ডিজি মহোদয় স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির সঙ্গে আলোচনা করেছেন। ছাত্রদের দাবির বিষয়টি নিয়ে তারা কথা বলেছেন। আমি আশাবাদী দ্রুত এই সমস্যার সমাধান হবে।”

সুনামগঞ্জ সদর থানার ওসি মো. আবুল কালাম বলেন, “শিক্ষার্থীদের সড়ক অবরোধদের কারণে বিভিন্ন পরিবহনের যাত্রীরা ভোগান্তিতে পড়েন। আমরা তাৎক্ষণিকভাবে আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দেই। সাধারণ মানুষকে কষ্ট না দিয়ে যাতে নিয়ম অনুযায়ী আন্দোলন করেন সে অনুরোধ জানানো হয়েছে শিক্ষার্থীদের।”

ঢাকা/মনোয়ার/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়