ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পারভেজ হত্যাকাণ্ডের প্রতিবাদে গোপালগঞ্জে ছাত্রদলের মানববন্ধন

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৫, ২১ এপ্রিল ২০২৫   আপডেট: ১৬:০৬, ২১ এপ্রিল ২০২৫
পারভেজ হত্যাকাণ্ডের প্রতিবাদে গোপালগঞ্জে ছাত্রদলের মানববন্ধন

ছাত্রদলকর্মী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের প্রতিবাদে ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল।

সোমবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে স্থানীয় প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড প্রদর্শন করে স্লোগান দেয় বিক্ষুব্ধ মানববন্ধনকারীরা।

মানববন্ধন শেষে ওই স্থান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা আইনজীবী সমিতির সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ অনেকে বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা ছাত্রদলকর্মী জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 
 

বাদল//

সর্বশেষ

পাঠকপ্রিয়