ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাঘাটা বিএনপির সদস্য সচিবকে অব্যাহতি 

গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৮, ২২ এপ্রিল ২০২৫  
সাঘাটা বিএনপির সদস্য সচিবকে অব্যাহতি 

সেলিম আহম্মেদ তুলিপ

গাইবান্ধার সাঘাটা উপজেলা বিএনপি সদস্য সচিব সেলিম আহম্মেদ তুলিপকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।  মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে  অব্যাহতির বিষয়টি জানানো হয়েছে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তুলিপকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি উপজেলার ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী বলেন, ‘‘দলের শৃঙ্খলা ভঙ্গ করলে দল যে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এটাই স্বাভাবিক। সে যেই হোক। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্পষ্ট বার্তা, দলের পদ পদবি ব্যবহার করে কেউ অন্যায়, অপরাধের সঙ্গে জড়িত হলে তাকে দল থেকে বাদ দেওয়া হবে।’’

ঢাকা/মাসুম/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়