ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চাঁদপুর পৌরসভা

তিন কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ, অনুসন্ধানে দুদক

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০১, ২৩ এপ্রিল ২০২৫   আপডেট: ০৯:২০, ২৩ এপ্রিল ২০২৫
তিন কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ, অনুসন্ধানে দুদক

চাঁদপুর পৌরসভার তিন কর্মকর্তার বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধানের অংশ হিসেবে সম্পদের তথ্য চেয়ে সম্প্রতি অভিযুক্তদের চিঠি দেওয়া হয়েছে।

অভিযুক্তরা হলেন- চাঁদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবুল কালাম ভূঁইয়া, প্রশাসনিক কর্মকর্তা মফিজ উদ্দিন হাওলাদার ও নগর পরিকল্পনাবিদ সাজ্জাদ ইসলাম।

দুদক চাঁদপুর কার্যালয় থেকে সদ্য ঢাকায় বদলি হয়ে যাওয়া (দুদক জেলা কার্যালয়ের উপপরিচালক) মো. সাইফুল ইসলাম বলেন, ‘‘চাঁদপুরে দায়িত্বকালীন সময়ে পৌরসভার তিন কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানের লক্ষ্যে চিঠি দেওয়া হয়। ওই চিঠি প্রাপ্তির পর আবুল কালাম ভূঁইয়া ও মফিজ উদ্দিন হাওলাদার দুদক কার্যালয়ে এসে তাদের সম্পদের বিবরণী জমা দেন। অপরজন নগর পরিকল্পনাবিদ সাজ্জাদ হোসেন এখনো বিবরণী জমা দেননি।’’

অভিযোগের বিষয়ে আবুল কালাম ভূঁইয়া বলেন, ‘‘আমার ও পরিবারের সম্পত্তির হিসাব বিবরণী দুদকে জমা দেওয়া হয়েছে।’’

প্রশাসনিক কর্মকর্তা মফিজ হাওলাদার বলেন, ‘‘প্রায় দুই যুগ ধরে এখানে আছি। শহরের পালপাড়ায় একমাত্র বহুতল বাড়ি ছাড়া আমার অন্য কিছু নেই।’’

এ বিষয়ে চাঁদপুর ডিডিএলজি ও পৌর প্রশাসক গোলাম জাকারিয়া বলেন, ‘‘অভিযোগ শুনেছি। যাদের বিরুদ্ধে দুদকে অভিযোগ হয়েছে, বিষয়টি তাদের নিজস্ব ব্যাপার।’’

ঢাকা/অমরেশ/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়