ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হবিগঞ্জের শ্রমিক লীগ নেতা কারাগারে

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৬, ২৩ এপ্রিল ২০২৫  
হবিগঞ্জের শ্রমিক লীগ নেতা কারাগারে

দেলোয়ার হোসেন

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা শ্রমিক লীগ সভাপতি শেখ দেলোয়ার হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

এর আগে, একইদিন ভোরে দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ। চুনারুঘাট থানার ওসি মো. নূর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। 

গ্রেপ্তার দেলোয়ার হোসেন চুনারুঘাট উপজেলার আমকান্দি গ্রামের মৃত আব্দুল গফুর ওরফে তোতাই মিয়ার ছেলে।

চুনারুঘাট থানার ওসি মো. নূর আলম বলেন, “দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ছাত্র-জনতার ওপর হামলা এবং সাম্প্রতিক সময়ে এলাকায় নাশকতার পরিকল্পনার অভিযোগ রয়েছে। তাকে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ গ্রেপ্তার করে। আজ দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।”

ঢাকা/মামুন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়