ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ট্রেনে বিজিবির অভিযান, কোটি টাকার হেরোইন জব্দ

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৫, ২৫ এপ্রিল ২০২৫   আপডেট: ১৫:৪২, ২৫ এপ্রিল ২০২৫
ট্রেনে বিজিবির অভিযান, কোটি টাকার হেরোইন জব্দ

ঝিনাইদহের কোটচাঁদুপরে যাত্রীবাহী ট্রেন থেকে কোটি টাকার হেরোইন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত হেরোইনের পরিমাণ ১ কেজি ১২৫ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২৫ লাখ টাকা।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে কোটচাঁদপুর রেলস্টেশনে কপোতক্ষ ট্রেনে অভিযান চালায় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়ন।

আরো পড়ুন:

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

বিজিবি জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে রাজশাহী থেকে খুলনাগামী কপোতাক্ষ ট্রেনে অভিযান চালায় বিজিবি। এসময় ট্রেনের ‌‌‘ঙ’ নম্বর বগি থেকে ১ কেজি ১২৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২৫ লাখ টাকা। আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন শেষে জব্দকৃত মাদক নষ্ট করা হবে বলে জানায় বিজিবি।

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়