ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

মুন্সীগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০১, ২৬ এপ্রিল ২০২৫  
এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী নিহত

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে ইউসুফ খান (৫২) নামে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারানোর পর রাস্তার পাশের রেলিংয়ের সাথে ধাক্কা লেগে তিনি প্রাণ হারান বলে জানিয়েছে হাইওয়ে থানা পুলিশ।

শনিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের  নিমতলার কলাবাগান এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ইউসুফ খান ফরিদপুর জেলার সালথা থানার বাউশখালী গ্রামের বেদন খানের ছেলে। তিনি সকালে বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। 

হাসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, ঢাকামুখী সড়কের কলাবাগান নামক এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে রেলিংয়ের সাথে ধাক্কা লাগে।  এতে ঘটনাস্থলেই ইউসুফ খান মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঢাকা/রতন/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়