ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বরগুনায় দুই শিশুকে কুপিয়ে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১২, ২৭ এপ্রিল ২০২৫   আপডেট: ১৫:১৫, ২৭ এপ্রিল ২০২৫
বরগুনায় দুই শিশুকে কুপিয়ে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

ইলিয়াস পহলান

বরগুনায় নিজের মেয়েসহ দুই শিশুকে কুপিয়ে হত্যায় এক জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (২৭ এপ্রিল) দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম লায়লাতুল ফেরদাউস এই আদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন- বরগুনা সদরের পূর্ব গুদিঘাটা এলাকার ইলিয়াস পহলান (৩২)।

আরো পড়ুন:

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৪ আগস্ট ইলিয়াসের তালাকপ্রাপ্ত স্ত্রী তার তিন বছরের মেয়ে তাইফা ও প্রতিবেশী খবির হাওলাদারের দশ বছরের শিশু হাফিজকে নিয়ে ঘুমচ্ছিলেন। ওই রাতে তালাকপ্রাপ্ত স্ত্রীর বাড়িতে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন ইলিয়াস। এসময় দুই শিশুর ঘুম ভেঙে যায় এবং তারা ডাক-চিৎকার করে। পরে দুই শিশু ও তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে পালিয়ে যান ইলিয়াস। এতে ঘটনাস্থলেই হাফিজ মারা যায়, আর বরিশালে নেওয়ার পথে মারা যায় তাইফা। এ ঘটনায় ইলিয়াসকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়।

বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট রঞ্জুয়ারা শিপু বলেন, ‘‘মামরায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেছেন। আমরা রায়ে সন্তুষ্ট।’’

আসামিপক্ষের আইনজীবী মজিবুল হক কিসলু বলেন, ‘‘এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। ইচ্ছাকৃতভাবে হত্যাকাণ্ড হয়নি। আমরা দণ্ড কমানোর জন্য উচ্চ আদালতে আপিল করব।’’

ঢাকা/ইমরান/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়