ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সম্পত্তির ভাগ না পেয়ে দাফন আটকে দিলেন স্ত্রী

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৬, ২৮ এপ্রিল ২০২৫  
সম্পত্তির ভাগ না পেয়ে দাফন আটকে দিলেন স্ত্রী

জনপ্রতিনিধিদের নিয়ে মিটিং চলছে

চাঁপাইনবাবগঞ্জে জায়গা জমির ভাগ না দেওয়ায় মাজেদ বিশ্বাস নামে এক ব্যক্তির দাফন কাজে বাঁধা দিয়েছেন তার স্ত্রী হামফুল বেগম। 

বিষয়টি জানাজানি হলে জনপ্রতিনিধিদের উপস্থিতিতে এক বৈঠকে অংশীদারদের মাঝে জমি বণ্টনের পর আগামীকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) দাফন হবে বলে সিন্ধান্ত নেওয়া হয়। 

সোমবার (২৮ এপ্রিল) সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালিনগর এলাকায় এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, ‘‘মাজেদ বিশ্বাসের দুইজন স্ত্রী। এক পক্ষের ছেলেরা তাদের বাবাকে চিকিৎসা করার নাম করে নিয়ে গিয়ে জায়গাজমি লিখে নিয়েছে। মাজেদ বিশ্বাস মারা গেলে আরেকপক্ষ লাশ দাফনে বাধা দেন। এসব নিয়ে দুপক্ষই স্থানীয়ভাবে আপস মীমাংসার জন্য বৈঠক করেছেন। মঙ্গলবার উভয়পক্ষের অংশীদারদের মাঝে জমি সমবণ্টন করে তারপর লাশ দাফন করা হবে।’’

জানা গেছে, দীর্ঘদিন আগে মাজেদ বিশ্বাসের প্রথম স্ত্রী মারা যান। পরে হামফুল বেগম নামে এক নারীকে বিয়ে করেন তিনি। এই সংসারে তার কোনো সন্তান নেই। তবে প্রথম পক্ষের দুজন ছেলে আছে। প্রায় ছয় মাস আগে মাজেদ বিশ্বাস গুরুতর অসুস্থ হলে ছেলে লতিফুর রহমান ও আব্দুল জাব্বার চিকিৎসার কথা বলে তার বাবাকে অন্য জায়গায় নিয়ে যান। সেখানে গিয়ে বাবার সম্পত্তি তাদের নামে লিখে নেন। 

এদিকে গত ১৬ এপ্রিল মাজেদ বিশ্বাসের তালাকনামা পাঠায় হামফুল বেগমকে কিন্তু সেটি তিনি গ্রহণ করেননি। এ নিয়ে হামফুল বেগম স্থানীয় ইউপি চেয়ারম্যান বরাবর অভিযোগ দিলে আগামী ৫মে গ্রাম্য সালিসের দিন নির্ধারণ হয়। কিন্ত গত রোববার (২৭ এপ্রিল) মাজেদ বিশ্বাস রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

লাশ দাফনের জন্য তার দুই ছেলে গ্রামের বাড়ি নিয়ে এলে মাজেদ বিশ্বাসের দ্বিতীয় স্ত্রী হামফুল বেগম এলাকবাসীকে সঙ্গে নিয়ে লাশ দাফনে বাধা দেন। এ ঘটনায় সকাল সাড়ে ৮টার দিকে সালিসে বসেন স্থানীয় জনপ্রতিনিধিরা।

ঢাকা/শিয়াম/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়