ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নরসিংদী কারাগারে কয়েদির মৃত্যু, নির্যাতনের অভিযোগ পরিবারের

নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০০, ৩০ এপ্রিল ২০২৫   আপডেট: ১৫:৪১, ৩০ এপ্রিল ২০২৫
নরসিংদী কারাগারে কয়েদির মৃত্যু, নির্যাতনের অভিযোগ পরিবারের

স্বজনদের আহাজারি

নরসিংদী জেলা কারাগারে ‘নির্যাতনে’ এক কয়েদির মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনেরা। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে এই ঘটনা ঘটে। নিহতের নাম রুকন মিয়া (৩৫)। তিনি জেলার সদর উপজেলা নজরপুর ইউনিয়নের দিলারপুর গ্রামের মৃত মোহাম্মদ আলী ছেলে।

নিহতের ভাই রুবেল অভিযোগ করে বলেন, ‘‘রুকন একেবারে সুস্থ ও স্বাভাবিক ছিল। তার ডায়াবেটিকস ছাড়া কোনো শারীরিক সমস্যা ছিল না। কারাগারের ভেতরে তাকে নির্যাতনে হত্যা করেছে। না হলে হঠাৎ সে কেন মারা যাবে?’’

আরো পড়ুন:

তিনি আরো বলেন, ‘‘মঙ্গলবার বিকেলে রুকন অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয় কারা কর্তৃপক্ষ। অথচ আমাদের এই বিষয়ে কিছুই জানায়নি। বুধবার সকালে অন্য মাধ্যমে খবর পেয়ে হাসপাতালে এসে দেখি, ভাই মৃত। এ বিষয়ে জানতে জেল সুপারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন।’’

তবে, অভিযোগের বিষয় নাকচ করেছেন নরসিংদী জেলা কারাগারের জেল সুপার মো. শামীম। তিনি বলেন, ‘‘মাদক মামলায় আসামি রুকন নরসিংদী কারাগারে ছিলেন। গতকাল বিকেলে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। অন্য কয়েদিদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে তাকে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।’’

তিনি আরো বলেন, ‘‘ধারণা করছি, শারীরিক অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে। কারাগারে তাকে কোনো নির্যাতন করা হয়নি। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’’

ঢাকা/হৃদয়/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়