ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত না খাওয়ার পণ, মৃত্যুশয্যায় নিজাম

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৮, ৩০ এপ্রিল ২০২৫   আপডেট: ১৮:৫৬, ৩০ এপ্রিল ২০২৫
বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত না খাওয়ার পণ, মৃত্যুশয্যায় নিজাম

ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে নিজাম উদ্দিনকে

ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের বাসিন্দা নিজাম উদ্দিন গত ১১ বছরেরও বেশি সময় ধরে ভাত খাওয়া থেকে বিরত রয়েছেন। বিএনপি ক্ষমতায় না এলে ভাত মুখে না তোলার সেই পণ পূরণ করতে গিয়ে তিনি এখন মৃত্যুশয্যায় বলে দাবি তার পরিবার, স্বজন ও স্থানীয় মানুষের।

২০১৪ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে রান্না করা খাবার স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা মাটিতে ফেলে দেন। সেই ঘটনায় প্রচণ্ড মানসিক আঘাত পান, প্রতিজ্ঞা করেন আর ভাতই খাবেন না তিনি। সত্যিই এক দশকের বেশি সময় ধরে তিনি আর মুখে ভাত তোলেননি।

এই সিদ্ধান্তের পর থেকে তার শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যেতে শুরু করে। ধীরে ধীরে নানা রোগ বাসা বাঁধে। সম্প্রতি জানা গেছে, তিনি ক্যান্সারে আক্রান্ত। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছিল।

নিজাম উদ্দিনের এই ঘটনা সম্প্রতি বিএনপির মিডিয়া সেল তাদের ফেসবুক পেজে প্রকাশ করলে বিষয়টি নজরে আসে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। 

তার নির্দেশে বুধবার (৩০ এপ্রিল) দুপুরে ঢাকা থেকে একটি প্রতিনিধিদল ফরিদপুরে নিজাম উদ্দিনের খোঁজ-খবর নিতে যান। সেই দলে ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এবং ‘আমরা বিএনপি পরিবার’- এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন। 

তারা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে কথা বলে নিজাম উদ্দিনের উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তরের ব্যবস্থা করেন। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকার টিভি হাসপাতালে নেওয়া হয়।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. শাহজাহান আলী বলেন, “নিজাম উদ্দিন দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছেন। তার শারীরিক অবস্থা জটিল। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আসছিলাম। তবে তার অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা প্রয়োজন ছিল। আমরা তার পরিবার ও দলীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছি।”

এসময় ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপনসহ জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। 

নিজাম উদ্দিনের পরিবারের সদস্যদের সঙ্গে কথা হলে তারা জানান, বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাওয়া থেকে বিরত থাকার প্রতিজ্ঞায় অটল রয়েছেন। এতে তার শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হয়ে পড়ছে। এ কারণে তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

নিজাম উদ্দিনের এই অবস্থা এবং তার প্রতিজ্ঞার বিষয়টি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তার দ্রুত সুস্থতা কামনা করছেন স্থানীয় নেতাকর্মীরা।

ঢাকা/তামিম/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়