ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খুলনার সড়কে ঝরল ২ নারীর প্রাণ 

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫২, ৩০ এপ্রিল ২০২৫   আপডেট: ২১:২৭, ৩০ এপ্রিল ২০২৫
খুলনার সড়কে ঝরল ২ নারীর প্রাণ 

প্রতীকী ছবি

খুলনার ডুমুরিয়ায় রাস্তার পাশে দাঁড়িয়ে কথা বলার সময় তেলবাহী লরির চাপায় দুই নারীর মৃত্যু হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলার নরনিয়া গ্রামের রশিদের বাড়ি নামক স্থানে ঘটনাটি ঘটে। 

মারা যাওয়ারা হলেন- নরনিয়া গ্রামের আ. রশিদের স্ত্রী রিজিয়া খাতুন (৪৮) এবং ফজর আলীর স্ত্রী রোকেয়া বেগম (৬০)।

আরো পড়ুন:

ডুমুরিয়া হাইওয়ে থানার এসআই মো. কামরুল ইসলাম বলেন, “বুধবার বিকেল ৫টার দিকে রিজিয়া খাতুন ও রোকেয়া বেগম রাস্তার পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন। খুলনা থেকে একটি তেলবাহী লরি যশোরের দিকে যাচ্ছিল। নরনিয়া গ্রামে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই দুই নারীকে চাপা দিয়ে পাশের একটি খালে পড়ে যায়।”

তিনি আরো বলেন, “স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ দুইটি উদ্ধার করে থানায় নেয়। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর মরদেহ দুইটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক লরির চালক পলাতক।”

ঢাকা/নূরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়