ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নগদের ডিস্ট্রিবিউটর অফিসে ডাকাতির ২২ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৭, ২ মে ২০২৫   আপডেট: ১৩:৫৬, ২ মে ২০২৫
নগদের ডিস্ট্রিবিউটর অফিসে ডাকাতির ২২ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ৪

গাজীপুরে নগদ-এর অফিসে ডাকাতির ২২ লাখ ৫৫ হাজার টাকা উদ্ধার ও ৪ জনকে গ্রেপ্তার করা হয়

গাজীপুরে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে নগদ-এর ডিস্ট্রিবিউটর অফিস ‘মাল্টি পয়েন্ট বিডি’ থেকে ডাকাতি হওয়া ৯৮ লাখ টাকার ২২ লাখ ৫৫ হাজার টাকা উদ্ধারসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গাজীপুর জেলা। 

শুক্রবার (২ মে) সকালে গাজীপুর পিবিআই’র পুলিশ সুপার (এসপি) আবুল কালাম আজাদ এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর (হাজী বাড়ি) গ্রামের হাসান বেপারীর ছেলে আব্দুর রহমান রাজন (২৮), কিশোরগঞ্জের ইটনা উপজেলার কাহনিয়া গ্রামের ফারুকের ছেলে রবিউল ইসলাম (৩০), পটুয়াখালীর গলাচিপা উপজেলার ছোট চরশিবা গ্রামের হাসান মৃধার ছেলে উজ্জল (৩৬) এবং মিরাজ (২৫)। এরা গাজীপুরের বাসন থানা এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতো। তাদেরকে বৃহস্পতিবার (১ মে) গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

গাজীপুর মহানগরীর বাসন থানার আউটপাড়া এলাকার রিয়াজ টাওয়ারের ৬ষ্ঠ তলায় নগদ-এর এই ডিস্ট্রিবিউটর অফিসটিতে গত ১৪ এপ্রিল ডাকাতি সংঘটিত হয়েছিল।

মামলার তদন্ত কর্মকর্তা গাজীপুর পিবিআই’র উপ-পরিদর্শক (এসআই) বিশ্বজিত বিশ্বাস জানান, গত ১৪ এপ্রিল বিকেল পৌনে ৬ টায় ৩-৪ জন মাল্টি পয়েন্ট বিডি অফিসে প্রবেশ করে নিজেদেরকে গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয় দেয়। ওই প্রতিষ্ঠানে অনলাইনে ক্যাসিনো (জুয়া) এবং অবৈধ লেনদেনের ব্যবসা চলে দাবি করে কর্মকর্তা ও কর্মচারীদেরকে মারধর শুরু করে। একপর্যায়ে তারা অফিসের ভল্টে থাকা নগদ ৯৮ লাখ টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়। 

পরে প্রতিষ্ঠানের জিএম মোহাম্মদ একরামুল হক বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) বাসন থানায় মামলা দায়ের করেন। তথ্য প্রযুক্তির মাধ্যমে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ৮টায় রাজধানীর পল্টন থানার ফকিরাপুল (কাঁচাবাজার) এলাকা থেকে আসামী আব্দুর রহমান  রাজনকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্য অনুযায়ী এ ঘটনায় জড়িত রবিউল ইসলাম, উজ্জল এবং মিরাজকে বুধবার (৩০ এপ্রিল) ভোলার দুলারহাট থানার শিকদারচর (কিল্লার মাঠ) এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ ২২ লাখ ৫৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করে দুই মাস পূর্বে আসামি আব্দুর রহমানের সাথে মহানগরীর চান্দনা ঈদগাহ মাঠে পরিচয় হয় রবিউলের। তখন আব্দুর রহমান তাকে জানায় তাদের অফিসে অনলাইনে ক্যাসিনো এবং অবৈধ লেনদেনের ব্যবসা চলে। রবিউল ১০-১৫ দিন পর আব্দুর রহমানকে নিয়ে তার বন্ধু মিরাজের কাছে গিয়ে তাদের অফিসে অনলাইন ক্যাসিনোর ব্যবসার কথা জানায়। এর ৪-৫ দিন পর মিরাজ তার সহোদর ভাই উজ্জলকে নিয়ে আব্দুর রহমানের কাছে আসে। উজ্জল রাজধানীর মিন্টু রোডের গোয়েন্দা (ডিবি) অফিসে চাকরি করে জানালে মিরাজ এবং উজ্জল পরিকল্পনা করে ডিবি পরিচয়ে তারা নগদ ডিস্ট্রিবিউটর অফিসে ঢুকে কম্পিউটার তল্লাশি দিয়ে ক্যাসিনোর সাথে সম্পৃক্ততার তথ্য সংগ্রহ করে অফিসের টাকা পয়সা হাতিয়ে নিবে। পরিকল্পনা অনুযায়ী রবিবার (১৪ এপ্রিল) বিকেলে উজ্জ্বল, মিরাজসহ তাদের চার সহযোগী নগদ ডিস্ট্রিবিউটর অফিসে ডিবি পরিচয়ে প্রবেশ করে অবৈধ ক্যাসিনোর সাথে সম্পৃক্ততার কথা বলে অস্ত্রের মুখে কর্মকর্তা কর্মচারীদের ভয় দেখিয়ে অফিসের ভল্ট থেকে ৩ টি ব্যাগে করে ৯৮ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। তাদের সাথে আরো ৬জন তারা মোট ১০ জন ছিল।

পিবিআই গাজীপুরের পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন, “এটি একটি ডাকাতির ঘটনা। পুলিশ ঘটনার সাথে জড়িত চারজনকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে ২২ লাখ ৫৫ হাজার টাকা উদ্ধার করেছে।”

ঢাকা/রেজাউল/টিপু 

সর্বশেষ

পাঠকপ্রিয়