ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দুই দেশের নাগরিকদের ফেরত দিল বিজিবি-বিএসএফ

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৫, ২ মে ২০২৫   আপডেট: ২১:৪৩, ২ মে ২০২৫
দুই দেশের নাগরিকদের ফেরত দিল বিজিবি-বিএসএফ

ফাইল ফটো

দিনাজপুরের বিরল উপজেলার ধর্মজৈন সীমান্তে পতাকা বৈঠকের পর ধরে নিয়ে যাওয়া দুই বাংলাদেশি কৃষককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ। বিনিময়ে আটক দুই ভারতীয় নাগরিককে তাদের হাতে তুলে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২ মে) রাত সাড়ে ৮টার দিকে সীমান্ত দিয়ে দুই দেশের ক্যাম্প কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর এই হস্তান্তর প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিরল সীমান্তের ধর্মজৈন বিওপি ক্যাম্পের নায়েব সুবেদার রেজাউল করিম। 

আরো পড়ুন:

আরো পড়ুন: দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয়কে ধরে এনেছে স্থানীয়রা

ফেরত আনা দুই বাংলাদেশি নাগরিক হলেন-মাসুদ ও এনামুল। সীমান্তে ধান কাটার সময় তাদের ধরে নিয়ে যায় বিএসএফ।

হস্তান্তর করা দুই ভারতীয় নাগরিক হলেন-অবিনাশ টুডু ও ফিলিপ সরেন।

নায়েব সুবেদার রেজাউল করিম বলেন, “রাত সাড়ে ৮টার দিকে দুই দেশের ক্যাম্প কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি দুই নাগরিককে ফেরত দিয়েছে বিএসএফ। আটককৃত ভারতীয় দুই নাগরিককেও ফেরত দেওয়া হয়েছে।”

তিনি আরো বলেন, “আজ দুপুর ১২টার দিকে ধর্মজৈন সীমান্ত ঘেঁষা জমিতে ধান কাটতে গেলে বিএসএফ বাংলাদেশি দুই কৃষককে আটক করে নিয়ে যায়। পরে গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে ভারত সীমান্ত থেকে সে দেশের দুজন নাগরিককে আটক করে নিয়ে আসেন।” 

ঢাকা/মোসলেম/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়