ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এবার পাটগ্রাম সীমান্তে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৫, ২ মে ২০২৫   আপডেট: ২২:২৮, ২ মে ২০২৫
এবার পাটগ্রাম সীমান্তে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ফাইল ফটো

এবার লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (২ মে) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার গাটিয়ারপাড় সীমান্তের ৮২৫ নম্বর সাব-পিলার সংলগ্ন এলাকা থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।

দুই বাংলাদেশি নাগরিক হলেন- রিমন ও সাজেদুল ইসলাম। সম্পর্কে তারা মামা-ভাগ্নে। এর মধ্যে, রিমন এবারের এসএসসি পরীক্ষার্থী।

আরো পড়ুন:

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে পাটগ্রাম সীমান্তে ঘুরতে যান মামা-ভাগ্নে। সীমান্তের কাছে একটি চা বাগান দেখতে গেলে বিএসএফ সদস্যরা তাদের ধরে নিয়ে যায়। এ ঘটনায় পতাকা বৈঠক আহ্বান করেছে বিজিবি।

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুজ্জামান সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘পতাকা বৈঠকের মাধ্যমে দুই বাংলাদেশিকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।’’

এর আগে, শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর সীমান্তে ধান কাটা ও মাড়াইয়ের সময় দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ। এ ঘটনার প্রতিবাদে দুই ভারতীয় কৃষককে ধরে এনে বিজিবির কাছে সোপর্দ করেন বাংলাদেশিরা। পতাকা বৈঠকের পর দুই দেশের নাগরিকদের ফেরত দেয় বিজিবি-বিএসএফ।

ঢাকা/আমিরুল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়