ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জিও ব্যাগ ফেলতে গিয়ে নদীতে ডুবে শ্রমিকের মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫০, ৪ মে ২০২৫  
জিও ব্যাগ ফেলতে গিয়ে নদীতে ডুবে শ্রমিকের মৃত্যু

ফায়ার সার্ভিসের ডুবরি দল দুই ঘণ্টা সন্ধান চালিয়ে মোছলেউদ্দিন মোল্লার লাশ উদ্ধার করে

জিও ব্যাগ ফেলতে গিয়ে ঝালকাঠির সুগন্ধা নদীতে ডুবে মোছলেউদ্দিন মোল্লা (৪৫) নামে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। 

রবিবার (৪ মে) সকাল ১০ টার দিকে পুলিশ লাইনের সামনে সুগন্ধা নদী থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা তার লাশ উদ্ধার করে। 

নিহত মোছলেউদ্দিন মোল্লা ভোলার লালমোহন উপজেলার ধলীগর নগর ইউনিয়নের পূর্ব চতলা এলাকার করিম মোল্লার ছেলে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়দের থেকে জানা গেছে, সকালে কয়েকজন শ্রমিক সুগন্ধা নদীতে জিও ব্যাগ ফেলার কাজ করছিলেন। এ সময় ব্যাগ ফেলতে গিয়ে পা পিছলে মোছলে উদ্দিন নদীতে পড়ে নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিসের ডুবরি দল দুই ঘণ্টা সন্ধান চালিয়ে তার লাশ উদ্ধার করে।

ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সফিকুল ইসলাম বলেন, “খবর পেয়ে আমরা বরিশাল ডুবুরি দলের সহযোগিতায় তাকে উদ্ধার করেছি। পরবর্তীতে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

ঢাকা/অলোক/টিপু 

সর্বশেষ

পাঠকপ্রিয়