ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে সন্ত্রাসী হামলা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৩, ৪ মে ২০২৫   আপডেট: ২১:১৫, ৪ মে ২০২৫
গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে সন্ত্রাসী হামলা

হাসনাত আব্দুল্লাহকে বহনকারী গাড়িতে হামলা করা হয়

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা করা হয়েছে। রবিবার (৪ মে) সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় হামলা করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন খান জানান, সন্ধ্যায় চান্দনা চৌরাস্তা এলাকায় কয়েকটি মোটরসাইকেলে করে এসে সন্ত্রাসীরা তার উপর হামলা করেছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

আরো পড়ুন:

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপির মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম লিখেছেন, ‘‘হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির কাঁচ ভেঙে গেছে, হাত রক্তাক্ত হয়েছে।’’

হাসনাত ব্যক্তিগত কাজে গাজীপুরে এসেছিলেন। ফেরার পথে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় আসলে কয়েকটি মোটরসাইকেল পেছন হতে এসে তার গাড়িতে হামলা করে। হামলার পরে তার গাড়িতে পেছনে তারা ধাওয়া করে। একপর্যায়ে হাসনাত গাজীপুরের বোর্ড বাজার আইইউটি বিশ্ববিদ্যালয়ের গেটে নেমে গেলে শিক্ষার্থীরা ছুটে আসে। পরে তাকে সেখান হতে ঢাকা নিয়ে যাওয়া হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর উপরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে গাজীপুর শহরে রাত সাড়ে ৮টার দিকে শিক্ষার্থী ও জনগণ মিলে বিক্ষোভ মিছিল করেছে।  

ঢাকা/রেজাউল/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়