ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাছের ডালে ঝুলছিল লিঙ্গ কর্তন করা কৃষকের মরদেহ

শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৩, ৫ মে ২০২৫   আপডেট: ১০:৩১, ৫ মে ২০২৫
গাছের ডালে ঝুলছিল লিঙ্গ কর্তন করা কৃষকের মরদেহ

প্রতীকী চিত্র

শেরপুর সদর উপজেলায় মো. ফজলুল হক (৪৫) নামে এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে লিঙ্গ কেটে মেরে গাছের ডালে ঝুলিয়ে রাখা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়াও তলপেট ও হাটুতে জখম দেখতে পাওয়া গেছে।

রবিবার (৪ মে) চরমোচারিয়া ইউনিয়নের মুন্সীরচর পূর্বপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত ফজলুল হক শেরপুর সদর উপজেলার মুন্সীরচর গ্রামের মৃত সমেশ উদ্দিনের ছেলে। 

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম।

পুলিশ জানায়, কৃষক ফজলুল হক শনিবার (৩ মে) রাতে তার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরদিন (রবিবার) সকালে স্বজন ও এলাকাবাসী ফজলুল হকের লাশ বাড়ির পাশে একটি মেহগনি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে শেরপুর সদর থানায় খবর দেয়। খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম ও উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলামসহ পুলিশের একটি দল তার লাশ উদ্ধার করে। পরে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়না তদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ ব্যাপারে শেরপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল করিম বলেন, “নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়াও ঘটনার ব্যাপারে তদন্ত চলমান আছে। দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।”

ঢাকা/তারিকুল/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়