ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চাঁদপুরে গরুর খণ্ডিত মাথা দেখে চুরি হওয়া গরু শনাক্ত করলেন মালিক

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৮, ৫ মে ২০২৫   আপডেট: ১৪:৪৮, ৫ মে ২০২৫
চাঁদপুরে গরুর খণ্ডিত মাথা দেখে চুরি হওয়া গরু শনাক্ত করলেন মালিক

চাঁদপুর শহরের বিপণীবাগে গরুর খণ্ডিত মাথা দেখে চুরি হওয়া গরু শনাক্ত করেছেন মালিক আব্দুল মতিন মিজি। 

রবিবার (৪ মে) ঘটনাটি ছড়িয়ে পড়লে রাতে এ তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া।

খোঁজ নিয়ে জানা যায়, চাঁদপুর সদরের তরপুরচণ্ডী সেনের দিঘির পাড়ের বাসিন্দা আব্দুল মতিন মিজির গরু চুরি করে নিয়ে যায় একই এলাকার মোহাম্মদ সোহাগ। এরপর ৫০ হাজার টাকায় গরুটি কসাইয়ের কাছে বিক্রি করেন তিনি। গরু খুঁজতে গিয়ে দুপুরে বিপণীবাগ বাজারে কসাইখানায় গিয়ে মতিন মিজি দেখেন তার গরুর মাথা পড়ে রয়েছে। মাথা দেখে তিনি গরুটি চিনতে পারেন। জেরার মুখে কসাই ঘটনার বিস্তারিত জানালে মোহাম্মদ সোহাগের নাম বেরিয়ে পড়ে। এরপর সোহাগকে খুঁজে বের করে জনতা পুলিশের হাতে তুলে দেয়। 

ঘটনা প্রসঙ্গে আব্দুল মতিন মিজি বলেন, ‘‘গরুটা গাভী গরু।  একটা বাছুর রয়েছে। দিনে গড়ে ৮ কেজি করে দুধ দিতো। গরু চুরি করে কসাইয়ের কাছে বিক্রি করে সোহাগ। গরুটি কসাই জবাই করলেও মাথা দেখে আমি চিনতে পারি। আমার এই গরুর দাম প্রায় এক লাখ ৭৫ হাজার টাকা। আমি সোহাগ এবং ওই কসায়ের বিচার চাই।’’

দায় স্বীকার করে পুলিশি হেফাজতে থাকা সোহাগ বলেন, ‘‘অনেক অভাব থেকেই গরু চুরি করেছিলাম। আমি কখনও এমন কাজ করি নাই। অনেক টাকা ধারদেনা হওয়ায় শয়তানের পাল্লায় পড়ে এই ভুল কাজ করে ফেলেছি।’’

এদিকে কসাই পালিয়ে যাওয়ায় তাকে খুঁজতে পুলিশ মাঠে কাজ করছে বলে জানিয়েছেন চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া। 

অমরেশ//

সর্বশেষ

পাঠকপ্রিয়