ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাতক্ষীরায় আম সংগ্রহ ও বাজারজাতকরণের আনুষ্ঠানিক উদ্বোধন

 সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৯, ৫ মে ২০২৫   আপডেট: ১৬:১৩, ৫ মে ২০২৫
সাতক্ষীরায় আম সংগ্রহ ও বাজারজাতকরণের আনুষ্ঠানিক উদ্বোধন

সাতক্ষীরায় আম সংগ্রহ ও বাজারজাতকরণ ক্যালেন্ডার অনুযায়ী গাছ থেকে গোবিন্দভোগ ও গোপালভোগসহ স্থানীয় জাতের আম সংগ্রহের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। 

সোমবার (৫ মে) সকাল সাড়ে ১১টায় সদরের ফিংড়ী ইউনিয়নের বিল্লাল হোসেনের বাগান থেকে আম পেড়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা প্লাবনী সরকার, নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাসসহ জেলা প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তারা। 

উল্লেখ্য ২০ মে হিমসাগর, ২৭ মে ল্যাংড়া ও ৫ জুন আম্রপালি জাতের আম ক্যালেন্ডার অনুযায়ী সংগ্রহের নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন।

জেলা কৃষি বিভাগ জানান, চলতি বছর সাতক্ষীরায় ৪ হাজার ১৩৫ হেক্টর জমিতে ১৩ হাজার ১০০ জন চাষি আম চাষ করেছেন। আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭০ হাজার মেট্রিক টন। 

শাহীন//

সর্বশেষ

পাঠকপ্রিয়