শিশু ধর্ষণ মামলায় জামালপুরে একজনের যাবজ্জীবন
জামালপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম
সোমবার দুপুরে রায় ঘোষণার পর আসামি জিয়াউল হককে নিয়ে যাচ্ছে পুলিশ
জামালপুরের মাদারগঞ্জে শিশু ধর্ষণ মামলায় জিয়াউল হক নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন বিচারক।
সোমবার (৫ মে) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মো. শহিদুল ইসলাম মামলার রায় ঘোষণা করেন। রাষ্ট্র পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. রেজাউল আমিন শামীম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
সাজাপ্রাপ্ত জিয়াউল হক মাদারগঞ্জ উপজেলার দিঘলকান্দি গ্রামের মৃত নুরল মন্ডলের ছেলে।
অ্যাডভোকেট রেজাউল আমিন শামীম জানান, ২০২১ সালের ২৩ নভেম্বর দুপুরে মাদারগঞ্জ উপজেলার একটি গ্রামে ধর্ষণের ঘটনাটি ঘটে। চানাচুর দেওয়ার কথা বলে একটি দোকানে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ করেন জিয়াউল হক। এ ঘটনায় শিশুটির এক স্বজন বাদী হয়ে মামলা করেন। ২০২২ সালের ১৪ আগস্ট আদালতে অভিযোগ গঠন করা হয়। ডাক্তারি পরীক্ষা ও ডিএনএ টেস্টে আসামির অপরাধ প্রমাণিত হয়।
তিনি আরো জানান, মামলায় সাতজন সাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ করা হয়। আজ বিচারক রায় ঘোষণা করেছেন। রায়ে বাদীপক্ষ সন্তুষ্ট।
ঢাকা/শোভন/মাসুদ