ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বোরো ধানের বাম্পার ফলনেও ক্ষতির মুখে কৃষক 

ঝালকাঠি প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৬, ৬ মে ২০২৫  
বোরো ধানের বাম্পার ফলনেও ক্ষতির মুখে কৃষক 

অতিবৃষ্টিতে ডুবে যাওয়া ধানের ক্ষেত

ঝালকাঠি জেলার নলছিটিতে চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। এতে কৃষকের মুখে হাসি ফুটলেও বিষাদে ভরে গেছে মন। 

উপজেলার বিস্তীর্ণ মাঠজুড়ে এখন পাকা ধানে ছেয়ে গেছে প্রকৃতি। শুরু হয়েছে ধান কাটা। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালোও হয়েছে কিন্তু মৌসুমের শেষের দিকে এসে অতিবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের কারণে ধান নষ্ট হয়ে যাচ্ছে। ফলে ক্ষতির মুখে পড়েছেন বলে জানিয়েছেন কৃষকেরা। 

উপজেলা কৃষি বিভাগ জানায়, চলতি মৌসুমে উপজেলার দশ ইউনিয়নের ৮ হাজার ১২৩ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। কৃষি বিভাগের ধারণা, এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ফলন পাবেন কৃষক। 

উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, মাঠের পর মাঠে শুধু ধানের ফলন। দিগন্তজুড়ে সবুজ ধান পেকে সোনালী বর্ণ ধারণ করেছে। বাতাসে দোল খাচ্ছে সোনালী ধানের শীষ। কিন্তু ধান কেটে ঘরে নেওয়ার কথা থাকলেও ধান কাটতে পারছেন না কৃষক। গ্রীষ্মের প্রথমে এত বৃষ্টি কখনো দেখেননি তারা। 

উপজেলার দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠী গ্রামের কৃষক লুৎফর সিকদার জানান, এবার ধান ভালো হওয়ার কথা থাকলেও মৌসুমের শেষের দিকে এসে অনেক বৃষ্টি থাকায় অনেক ধান নষ্ট হয়ে গেছে। ধান কাটতে পারছেন না তারা, তাই অনেক লোকসান হবে বলে মনে করছেন। 

পৌরসভার ৩নং ওয়ার্ডের কৃষক জামাল তালুকদার জানান, উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় ও পরামর্শে চলতি বছর বোরো ধানের বাম্পার ফলনের আশা করছেন তারা। কিন্তু ধান কাটার সময় বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের কারণে অনেক ক্ষতি হবে তাদের। 

উপকৃষি কর্মকর্তা মো. জাহিদ হাওলাদার বলেন, এবার বোরো ধানের ফলন ভালো হয়েছে কিন্তু মৌসুমের শেষের দিকে প্রাকৃতিক দুর্যোগ ও অতিবৃষ্টির কারণে কিছুটা সমস্যা হচ্ছে কৃষকদের। তাই তাদের ৭০ থেকে ৮০ শতাংশ ধান পাকলে কর্তন করতে বলা হয়েছে।

ঢাকা/অলোক/টিপু 

সর্বশেষ

পাঠকপ্রিয়